রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ আর নেই

798_n

নিজস্ব প্রতিবেদকঃ  বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের গ্রামের নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয়রা জানায়, তার দুই ছেলেই প্রবাসে থাকে। তারা আসার পর পরবর্তী সময়ে তার নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হবে। ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মোস্তফা মেহমুদ পরিচালিত এফডিসি থেকে মুক্তি পায় স্বাধীন বাংলাদেশের প্রথম ছায়াছবি ‘মানুষের মন’। এতে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক, ববিতা ও আনোয়ার হোসেন। এই ছবির ব্যবসায়িক সাফল্যে বাংলাদেশের চলচ্চিত্র নতুনভাবে জেগে উঠে। ষাট, সত্তর ও আশির দশকে তাঁর পরিচালিত ১৫ টি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি মুক্তি পায়। ১৯৬৬ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের আগ্রহে ‘বেহুলা’ ছায়াছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ১৯৮২ সালের ফেব্র“য়ারিতে ‘স্বামীর সোহাগ’ ছবির পর তিনি চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। ওই ছবিতে অভিনয় করেন কবরী ও বুলবুল আহমেদ। এরপর চলচ্চিত্রকে বিদায় জানিয়ে তিনি চলে আসেন নিজ জন্মস্থান মীরসরাইয়ের মিঠানালায়। সেখানে তিনি ফলের বাগান, ডেইরী ফার্ম ও মৎস্য খামার গড়ে তুলেন। ১৯৩৬ সালের ১৬ জানুয়ারি জন্মগ্রহণ নেয়া বরেণ্য এই পরিচালক সহধর্মিণী ফিরোজা মেহমুদের মৃত্যুর পর অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মীরসরাই প্রেস ক্লাব, পাক্ষিক খবরিকা ও মাসিক দুর্বার।