রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাগলা কুকুরের কামড়ে শিশু বৃদ্ধসহ আহত ১৫

12998667_976850649072024_9104057525503379413_n

রাজিব মজুমদার ঃ মীরসরাইয়ের জোরারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫জন আহত হয়েছে। গতকাল (১৮ এপ্রিল) সোমবার সকালে পাগলা কুকুরের আক্রমণে জোরারগঞ্জের দেওয়ানপুর, পরাগলপুর, গোপীনাথপুর গ্রামের শিশু বৃদ্ধসহ প্রায় ১৫জন আহত হয়েছে। পরে এলাকাবাসী এই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। আহতরা হলো তাহমিনা আক্তার (১৬), সিরাজ (৪২), শহীদুল আলম (১১), হালিমা বেগম (৫৫), রবিউল হোসেন (৬৫), পারভীন আক্তার (৪০), সায়মা আক্তার (৮), শান্ত (৭), সহদেব (৪৩), ওজিবা (১৬)। সবাইকে উপজেলা মস্তাননগর স্বাস্থ্য কমপে¬ক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে ওজিবাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের মেডিকেল অফিসার ডাঃ উর্মি রায় জানান, ভারসাম্যহীন কুকুরের আক্রমণে আহতদের জলাতঙ্ক রোগের ভেকসিন দেওয়া হয়েছে। মোট ৫টি ভেকসিন নিলে রোগীরা সুস্থ হয়ে উঠবে। তবে নিয়মিত ভেকসিন ও ঔষধ না নিলে জলাতঙ্ক রোগ হতে পারে।