সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে স্বাধীনতা মেলায় সন্ত্রাসীদের হামলা, প্রবাসীসহ আহত এক শিশু

12804266_1084348904949818_1389883635_n-300x200

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মীরসরাই স্টেডিয়ামে শুরু হওয়া স্বাধীনতা মেলার চতুর্থ দিনেই শুরু হয়েছে অরাজকতা। মেলার দর্শনার্থীদের ওপর চলে হামলা ও দোকানপাটে চলে ভাংচুর লুটতরাজ। এতে গতকাল রাত ১০টায় মাঈনুল ইসলাম রুবেল নামে এক সৌদি প্রবাসীসহ দেলোয়ার হোসেন নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। এছাড়া মেলায় আগত নারী-শিশু দর্শনার্থীরা আতঙ্কে দিকবিধিক ছোঁটাছুটি করতে থাকে। পরে প্রায় এক ঘন্টা ধরে চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

12788219_1084348941616481_699318733_n-300x200

হামলার সময় সন্ত্রাসীরা প্রবাসী রুবেলের কাছে থাকা ইউএস ডলার, নগদ টাকা, সৌদি রিয়াল ও স্বর্ণের চেইন লুটে নেওয়া হয়। আহতদের মধ্যে শিশু দেলোয়ার মাস্তান নগর হাসপাতাল ও রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) স্থানাস্তর করা হয়েছে।

12784374_1084348911616484_707541683_n-300x200

জানা গেছে আহদের ঘটনার পরপর মীরসরাই সদরের একটি হাসপাতালে ভর্তি করানো হলে সন্ত্রাসীরা দলবল নিয়ে ওই হাসপাতালটিতে হামলা চালায়। এসময় হাসপাতালের বাহিরে স্লোগান সহকারে হাসপাতাল ভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা ইটপাটপকেল নিক্ষেপ করতে থাকে। পরে রুবেলের স্বজনেরা পুলিশের সহায়তা নিয়ে তাকে মাস্তান নগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অপরাগতা প্রকাশ করলে তাকে রাত ১টার দিকে চমেকে নিয়ে যাওয়া হয়।

 

খবর:- মীরসরাইনিউজ২৪.কম এর