সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

স্টার জলসা আর ভারতীয় টিভি সিরিয়ালের ধংস হচেছ সমাজ ঃ বাড়ছে পরকিয়া সহ নানা অপকর্ম

WP_20151220_012 copy

ইমাম হোসেন- মিরসরাইয়ে প্রতিটি ঘরে ঘরে বিদেশি টিভি চ্যানেল এর কারণে শিশু থেকে শুরু নারীসহ অনেকে বিপদগামী হয়ে পড়ছে। জানা যায় সপ্তাহে ৪-৫ দিন সন্ধ্যা সাথে সাথে কিছু কিছু নারী ও শিশু স্টার জলসার প্রিয় অনুষ্টান কিরণমালা,বুঝেনা সে বুঝেনা , বধু বরণ,ইষ্টি কুটুম ,তোমায় আমায় মিলে ,লাভ ষ্টোরী, সহ বেশ কিছু অনুষ্টান দেখার জন্য বেপরোয়া হয়ে স্ত্রী স্বামীকে তওয়ক্কা করছেনা,মেয়েরা বাবা কে তোয়াক্কা করছেনা নিজের স্বাধীন মত খাওয়া দাওয়া বাদ দিয়ে স্বামীর কথা না শুনে টিভির রীমট হাতে নিয়ে টিভির সামনে বসে থাকে । যার ফলে এলাকায় ঘটছে ছোট বড় কম বেশি প্রতিটি পরিবারে ঝগড়া । এতে করে অনেক স্বামীর ও স্ত্রী উভয়ের প্রতি অনীহা দেখা দিচ্ছে।
ছোট ছোট কমল মতি শিশু নারীদের সন্ধ্যার পর লেখাপড়ার সময় হলে ও লেখাপড়া না করে ছুটছে
৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব অনুষ্ঠান দেখার জন্য আগ্রহী হয়ে বসে থাকে । যার ফলে
ছাএ-ছাএীদের লেখাপড়ার ক্ষতি হচেছ বলে মনে করছেন অনেক অভিবাবক। সামনে এস এস সি
পরিক্ষা থাকলে ও লেখাপড়াকে মূলধন না মনে করে টিভি চ্যানেল গুলোকে মূলধন মনে করছে ছাএ-ছাএীরা। স্কুল কলেজ গিয়ে ও লেখাপড়া মনযোগ না দিয়ে বন্ধু-বান্ধবী সাথে মেতে উঠছে স্টার জলসার
প্রিয় অনুষ্ঠানের প্রতি । এই স্টার জলসা কী আছে বৌ আর শাশুড়ী মধ্যে ঝগড়া,একজনের নায়িকা নিয়ে
অন্য জন উধাও এসব ছাড়া আর কী । এমন ও জানা যায় সকালে ঘুম থেকে উঠে নাশতাটা শেষ
করে আবার একই নাটক দেখার জন্য অগ্রহ প্রকাশ করে । আর এই নাটক দেখতে ঘড়ির কাটায় তখন
দুপুর ২টা তখন উঠে যদি ভাত রান্না করে তাহলে খাওয়া হবে কখন।আর যদি ঘরে যদি কোন অসুস্থ থাকে
তাহলে তাকে ও একই সময়ে খাওয়া লাগে। যদি বলে বৌ মা আমার খাওয়ারটা দিয়ে যা তাহলে উওরে
বলে আমার এখনো অনেক সিরিয়াল বাকি আমি পারবো না ।