শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কোরআন শরীফ ছেঁড়ার অভিযোগে চার শিবির কর্মীকে গ্রেফতার

সাতকানিয়ায় কোরআন শরীফ ছেঁড়ার অভিযোগে চার শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের দুইজন বুধবার চট্টগ্রামের একটি বিচারিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সাতকানিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাতকানিয়ার কেরাণীহাট ঢেমশা এলাকায় কোরআন শরীফ ছিঁড়ে ছড়িয়ে রাখার অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে চারজনকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করে। এদের মধ্যে দু’জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছেন।

গ্রেফতার চারজনের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান। তবে প্রাথমিক তথ্য বিবরণীতে গ্রেফতার চারজনই জামায়াত-শিবিরের রাজনীতির সাথে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।