সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ

102

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববারবেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে লন্ডন হয়ে গতকাল শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছার পর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন তিনি। এতে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ও আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার গ্রহণ করেন। জাতিসংঘ সদর দপ্তরে শান্তি রক্ষাবিষয়ক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কো-চেয়ারের দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। টেকসই অর্থনৈতিক উন্নয়নবিষয়ক আরও একটি আলোচনার উদ্বোধনী অধিবেশনেও কো-চেয়ার হন প্রধানমন্ত্রী। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্ব নেতাদের এক বৈঠকেও অংশ নেন তিনি। ২৯ সেপ্টেম্বর এমডিজি ও এসডিজি বিষয়ক এক উচ্চপর্যায়ের আলোচনায়ও বক্তৃতা করেন তিনি। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।