রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশ অন্ধকারের দিকে ধাবিত হতো : আইনমন্ত্রী

image_74621.anisur hok

আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, সংবিধান মোতাবেক ৫ জানুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ কালো মেঘে ঢাকা পড়ে অন্ধকারের দিকে ধাবিত হতো।রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রীঅ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী এমপি, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা ও সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।সমিতির সভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন।ব্রাক্ষণবাড়িয়া জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ জানুয়ারি নির্বাচন করে প্রমাণ করেছেন দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকারের কোনো প্রয়োজন নেই। তিনি দেশের উন্নয়নে সব মহলের সহযোগিতা কামনা করেন।খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশে শান্তি অব্যাহত রাখতে হবে। তাহলে উন্নয়ন ও সমৃদ্ধি আসবে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ যাতে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। আপনারা যদি সহযোগিতা করেন তবে দেশের উন্নয়ন হবে।ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেন, পিছিয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে।অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী বলেন, বর্তমান সরকার বিগত পাঁচ বছর যেভাবে উন্নয়নকাজ করেছে আগামী দিনেও যাতে উন্নয়ন অব্যাহত থাকে তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।