রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

২০ ফেব্রুয়ারি সারাদেশে গণমিছিল করবে ১৪ দল

nasim_thereport24_221191
সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল।আ’লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রবিবার দুপুরে ১৪ দলের জরুরি সভা শেষে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে ১৪ দলের গণমিছিল শুরু হয়ে শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে। এ গণমিছিল একযোগে সারাদেশে পালিত হবে। এ ছাড়া ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ১৪ দল বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করবে। এরপর ২৩ ফেব্রুয়ারি রাজশাহীর কাটাখালিতে সমাবেশ করা হবে।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।