শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব

image_163313.hasina-9
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব। এই লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ আমাদেরই আপনজন। আমরা এই আপনজনের সেবায়ই বদ্ধপরিকর। আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তিনি বলেন, আওয়ামী লীগ এলে মানুষের জীবনযাপনের মান বাড়ে।প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। ২০২১ সালের মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা ছাড়াও আমাদের দেশের জন্য অনেক কাজ করতে হবে।