রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ

image-2_93483

১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
সোমবার বিকেলে নির্বাচন কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রকিবউদ্দীন জানান, মোট তিন ধাপে এবার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। প্রথম দুই ধাপে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম চলবে। শেষ ধাপে সিটি করপোরেশনসহ শহর এলাকায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে। তিনি আরো জানান, এবারে ভোটার অন্তর্ভুক্তির হার ৫ শতাংশের কম-বেশি হতে পারে। সে হিসেবে ৪৬ লাখ নতুন ভোটার করা হবে। ২০১৫ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হবে, তাঁদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।