বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১০ মার্চ ‘মেয়েটি এখন কোথায় যাবে’

movie20170228150812-620x330

বিনোদন ডেস্ক :কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ শিরোনামের সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী। আগামী ১০ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে বলে  জানান এই নির্মাতা।

কিছুদিন আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি। চলছে মুক্তির প্রস্তুতি। মুক্তি প্রসঙ্গে পরিচালক নাদের চৌধুরী  বলেন, ‘আগামী ১০ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। সিনেমার চাহিদা রয়েছে। বিভিন্ন হল মালিকরা সিনেমাটি নিতে আগ্রহ প্রকাশ করছেন। আশা করছি, ভালো হলগুলোতে সিনেমাটি মুক্তি দিতে পারব।’

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও চিত্রনায়িকা জলি।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার  চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, ফজলুর রাহমান বাবু, কাজী শিলা, শামীমা আক্তার বেবী। সিনেমাটির  আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। ভোলাসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যায়নের কাজ হয়েছে।

গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইউটিউবে এ সিনেমার একটি গান প্রকাশিত হয়েছে। ‘জোসনা দেখি’ শিরেনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও নাকিব।

এর আগে অভিনেতা নাদের চৌধুরী ‘লাল চর’ শিরোনামের সিনেমা নির্মাণ করেন। ২০১৪ সালে মুক্তি পায় এটি। ‘মেয়েটি এখন কোথায় যাবে’ তার পরিচালিত দ্বিতীয় সিনেমা।