শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হোয়াটস্যাপের ভয়েস কলিং ফিচার অ্যাক্টিভেট করার পদ্ধতি

image_199020.5

অবশেষে এল হোয়াটস্যাপের ভয়েস কলিং ফিচার। গুগল প্লে-তে এই ইন্সস্ট্যান্ট মোবাইল মেসেজিং অ্যাপ্লিকেশনের সাম্প্রতিক ভার্সান (2.11.561)-তে রয়েছে ভয়েস কলিং ফিচার।তবে এই ফিচার মোবাইলে কার্যকর করার ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। এই ফিচার সক্রিয় রয়েছে এমন গ্রাহকের থেকে আপনার মোবাইলে আমন্ত্রণ পেতে হবে।হোয়াটস্যাপের ভয়েস কলিং ফিচার রয়েছে এমন গ্রাহকের কাছ থেকে ওই ফিচার ব্যবহার করে আপনার মোবাইলে কল আসতে হবে। ওই কল রিসিভ করে অ্যাপ-টি বন্ধ করে ফের খুলতে হবে। এরপরই আপনার ফোনের স্ক্রিনে তিনটি কলাম দেখতে পাবেন, যার মধ্যে একটি কলের জন্য। এরপর আপনি আপনার হোয়াটস্যাপ কন্ট্যাক্টসে থাকা নম্বর গুলিতে ভয়েস কলিং ফিচারের মাধ্যমে ফোন করতে পারবেন।
যদিও ভারতে এখন আনুষ্ঠানিকভাবে এই ফিচার চালু হয়নি। কত তাড়াতাড়ি তা চালু হবে, সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, হোয়াটস্যাপ ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষার কাজ ইতিমধ্যেই শেষ করেছে। সূত্র: এবিপি আনন্দ