শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হেমন্তের বিকেলে :: মাহবুব পলাশ

ঘাসের ডগায় শিশিরবিন্দুর এই শেষ বিকেলে
পদ্মদীঘির পাড়ে দেখ বকের সারির সনে,
কলমি লতা আর লাল শাকের পাতা ছুঁয়ে
বাহারি প্রজাপতির নাচন দেখে হই পুলকিত।

কার্তিকের ধোয়াশা কুয়াশার সারি পেরিয়ে
নীল আকাশ ছোঁয় ওই বর্ণিল দীগন্তে,
সুগন্ধি ধানের ডগায় মৌ মৌ সুবাস জুড়ে
রুপসী বাংলা আজ নীড় হারা বাউল যেন।

মাতাল রুপে তোমার বিচূর্ণ দেউল আমি
আবার ফিরে আসতে চাই এই বাংলায়,
চাঁদনি রাতে বাঁশ বাগানের ওই অদূরের ছায়ায়
গাংচিল, শালিক , বক আর ডাহুকের এই দেশে।