রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হরতাল-অবরোধেও চলবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

image_201987.nahid0

 

বর্তমান রাজনৈতিক অবস্থার পরিবর্তন না হলে হরতালের মধ্যেও আসন্ন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ অব্যাহত থাকলেও আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে না বলেও জানান শিক্ষামন্ত্রী।সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এসএসসি পরীক্ষার সময় আমরা একটা বিশেষ কৌশল অবলম্বন করেছি, এতে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। এটা শুধু আমার নয়, এই অভিজ্ঞতাটা অভিভাবক থেকে শুরু করে সাধারণ ছাত্র-ছাত্রীর সবারই হয়েছে।নুরুল ইসলাম নাহিদ বলেন, এইচএসসি পরীক্ষার যে রুটিন ঘোষণা দেয়া হয়েছে ১লা এপ্রিল থেকে, সে অনুসারেই পরীক্ষা হবে। এর কোনো পরিবর্তন হবে না। আমরা আর কোনো বিকল্প পথ নিয়েও ভাবছি না।হরতাল অবরোধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই হরতাল-অবরোধ কিছুই এখন হচ্ছেনা, কেউ এগুলো মানছেনা। এগুলোর বিরুদ্ধে মানুষের মতামত দাঁড়িয়ে গেছে, তাই যারা এসব ডাকছে এখন তাদেরকেই বিকল্প ভাবতে হবে। তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, আমি আশা করছি সবাই সাধ্যমত আমাদের সাহায্য করবেন যাতে ঘোষিত রুটিন অনুসারে প্রতিটি পরীক্ষা সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়।