বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সড়কে টোল আরোপ করা হচ্ছে না: যোগাযোগমন্ত্রী

60444_kaddd_81043
জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কে টোল আরোপ করা হচ্ছে না। তবে নতুনভাবে কোন সড়ক নির্মিত হলে সে সড়কে টোল আরোপ হবে কি না তা সরকার সার্বিক বিবেচনায় যথাসময়ে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নতুন টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী ২০০ মিটারের নিচের সব সেতু টোলের আওতামুক্ত রাখা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তবে ফেরিস্থলে নতুন স্থায়ী সেতু নির্মিত হলে দৈর্ঘ্য নির্বিশেষে কমপক্ষে এক বছর টোল আদায়যোগ্য হবে। তিনি বলেন, সড়কের শ্রেণী, যানবাহনের শ্রেণীভেদে এবং সেতু ও সড়কের দৈর্ঘ্যের ভিত্তিতে টোলের হার নির্ধারণ করা হয়েছে।মন্ত্রী বলেন, সড়ক সেতু ও ফেরির বর্তমান ইজারা চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত টোলের হার বলবত থাকবে। সেই ময়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বে নতুন টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী পুনরায় ইজারা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিধান রেখে ‘টোল নীতিমালা-২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের জানান, শুধু সেতু নয়, পর্যায়ক্রমে জেলা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়ককে টোলের আওতায় আনা হবে।
জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কে টোল আরোপ করা হচ্ছে না। তবে নতুনভাবে কোন সড়ক নির্মিত হলে সে সড়কে টোল আরোপ হবে কি না তা সরকার সার্বিক বিবেচনায় যথাসময়ে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নতুন টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী ২০০ মিটারের নিচের সব সেতু টোলের আওতামুক্ত রাখা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তবে ফেরিস্থলে নতুন স্থায়ী সেতু নির্মিত হলে দৈর্ঘ্য নির্বিশেষে কমপক্ষে এক বছর টোল আদায়যোগ্য হবে। তিনি বলেন, সড়কের শ্রেণী, যানবাহনের শ্রেণীভেদে এবং সেতু ও সড়কের দৈর্ঘ্যের ভিত্তিতে টোলের হার নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, সড়ক সেতু ও ফেরির বর্তমান ইজারা চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত টোলের হার বলবত থাকবে। সেই ময়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বে নতুন টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী পুনরায় ইজারা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিধান রেখে ‘টোল নীতিমালা-২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের জানান, শুধু সেতু নয়, পর্যায়ক্রমে জেলা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়ককে টোলের আওতায় আনা হবে। – See more at: http://www.jugantor.com/current-news/2014/03/25/81043#sthash.Ivh5hJZc.dpuf