শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সৌদিআরব ফেরত প্রবাসীদের পূনরায় সৌদি প্রবেশে ২ বছরের নিষেধাজ্ঞা

মোহাম্মদ আলী রাশেদ, সৌদিআরব থেকে :

 

সৌদি আরব থেকে এক্সিট ভিসায় স্থায়ীভাবে দেশে ফেরত প্রবাসীদের পূনরায় সৌদি প্রবেশে দুই বছরের নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছে কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) কমিটি। গতকাল এক বিবৃতিতে কমিটির চেয়ারম্যান মনসুর আল শেথরি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এ সুপারিশটি অতিশীগ্রই উর্ধ্বতন কতৃপক্ষের নিকট পেশ করা হবে। এতে করে প্রতিবেশি দেশ সমূহের মতো সৌদি আরবে রাষ্ট্রিয়করণের মাধ্যমে ব্যবসা-বানিজ্যের অতিদ্রুত প্রসার ঘটবে।

উল্লেখ্য, এ সুপারিশটি ১৯৭৫ সালের জারি করা কেবিনেট রেজুলেশন দ্বারা গৃহিত। এতে বলা হয়েছিল, যে সকল প্রবাসী চুক্তি লঙ্গন করে স্থায়ীভাবে সৌদি ত্যাগ করবে তাদেরকে পূনরায় সে দেশে ফেরত আসতে হলে তিন বছর অপেক্ষা করতে হতো।