রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সোমা মুৎসুদ্দী’র দুটি কবিতা : # মেঘবরণ কন্যা # মন খারাপের দিন

সোমা মুৎসুদ্দী’র দুটি কবিতা
——————-
মেঘবরণ কন্যা
—————-
যাবে তুমি আমার সাথে
উজানতলী গাঁও
মেঘ বরণা, রূপের কন্যা
ওঠো আমার নাও
আমার গাঁয়ে আছে শোন
পাখ পাখালীর মেলা
ফড়িং যেথা উড়ে উড়ে
নিত্য করে খেলা
বসতে দেবো পিড়ি পেতে
খেতে দিবো পিঠা
তোমার সাথে মনের সুখে
বলব কথা মিঠা
নাইতে নেমো দীঘির জলে
পদ্ম ফুলের সাথে
কইবে কথা চাঁদের সাথে
পূর্ণিমারই রাতে
মেঘবরণা রূপের কন্যা
ওঠো আমার নাও
তোমায় নিয়ে যাবোই আমি
উজানতলী গাঁও
————————-

———————

মন খারাপের দিনগুলোতে
রবীন্দ্রনাথ থাকেই সাথে
নতুন করে যোগ হলো যে
অরিজিৎ এর গান শোনা
নূতন আশায় স্বপ্ন বুনি
নূতন করেই দিন গোনা।
সকালেরই স্নিগ্ধ আমেজ
মনে আমার,দেয় দোলা
আকাশের মতো হয়না কেনো
বন্ধু সবার,মন খোলা
দূরের পাহাড় ডাক দিলো যায়
ঘর ছেড়ে আজ বাইরে আয়
ভালোটাকে গ্রহণ করে
খারাপটাকে দে বিদায় ।