রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসির

bangladesh-army_252400

আসন্ন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ এ কথা জানান।শাহনেওয়াজ বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে চারদিনের জন্য সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর তা ভোটগ্রহণের পরদিন অর্থাৎ আগামী ২৯ এপ্রিল পর্যন্ত মোতায়েন থাকবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ম্যাজিস্ট্রেটের অধীনে রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মাঠে থাকবে।তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ১৯ এপ্রিল আমরা বৈঠক করেছি। সবাই পরিস্থিতি ভাল বলেছেন। তারপরও নির্বাচন নিয়ে যাতে জনমনে কোনো ভীতি কাজ না করে এ জন্য সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।