সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সালাহউদ্দিন গ্রেফতার: পরিবার ও বিএনপির দাবি

salahuddin_67974

 

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে বলে দাবি করেছে বিএনপি ও তার পরিবার। বিএনপির এই নেতার স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেছেন, উত্তরার একটি বাসা থেকে মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার স্বামীকে তুলে নিয়ে গেছে। একই দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে সালাহউদ্দিনকে আটকের বিষয়টি স্বীকার করেনি আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার রাতে এক বিবৃতিতে নজরুল ইসলাম খান বলেন, উত্তরার একটি বাসা থেকে র‌্যাব-পুলিশ, ডিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০/৩০ জন সদস্য সালাহউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে যায়। এসময় তার সঙ্গে একজন পুরুষ ও একজন নারী কর্মীকেও আটক করা হয়। এরপর থেকে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।প্রসঙ্গত, বিএনপির যুগ্ম মহাসচিব রম্নহুল কবির রিজভী গ্রেফতার হওয়ার পর থেকে সালাহ উদ্দিন নিয়মিতই দলের পক্ষে বিবৃতি দিতেন এবং কর্মসূচি ঘোষণা করতেন।সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, রাতে উত্তরার এক বাসা থেকে তাকে (সালাহ উদ্দিন) আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের লোকজন ধরে নিয়ে যায়। তাকে কোথায় নেওয়া হয়েছে, তা আমরা জানতে পারিনি।সালাহউদ্দিনকে আটকের বিষয়ে জানতে চাইলে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিএনপির এই নেতাকে আটকের বিষয়টি আমাদের জানা নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র‌্যাব তাকে আটক বা গ্রেফতার করেনি।একই কথা বলেছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানও। সাংবাদিকদের তিনি জানান, পুলিশ সালাহউদ্দিনকে আটক করেনি।