সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সালাউদ্দিনকে খুঁজে না পাওয়া অশুভ লক্ষণ: সুরঞ্জিত

suranjit-sen-gupt_68971

 

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে না পাওয়া রাজনীতির জন্য অশুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।সালাহউদ্দিনকে খুঁজে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে সুরঞ্জিত বলেন, আমরা কোন অজানা পথে চলছি, আমরা নিজেরাই জানি না। রাজনীতি হবে জনসমর্থনে, জনগণকে নিয়ে প্রকাশ্যে। অন্তরালের রাজনীতি অন্তর্ধানে পরিণত হয়েছে। এই রাজনীতি যদি অন্তর্ঘাতে পরিণত হয়, তাহলে তা হবে রাজনীতির জন্য অশুভ লক্ষণ।সর্বমহল থেকে সর্বপ্রচেষ্ঠায় সালাহউদ্দিনের ব্যাপারে একটি ভাল খবর শোনা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।আওয়ামী লীগের প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, খালেদা জিয়ার দলীয় অফিস আছে। সেখান থেকে খবর পাঠালে কি হতো? এখন অন্তরালে রাজনীতি অন্তর্ধানে পরিণত হলো না? এ ধরণের নাটকীয়তা দুঃখজনক।খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে সহিংসতা উস্কে দিয়েছেন অভিযোগ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এতোদিন পরে বেগম সাহেব (খালেদা জিয়া) সংবাদ সম্মেলন করেছেন। মানুষ আশা করেছিল, উনি সহিংসতার রাজনীতি থেকে সরে আসবেন। কিন্তু তিনি তা আরও উস্কে দিয়েছেন।