রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত, মঙ্গলবার হরতাল

sibir_93059

সাতক্ষীরার কামাননগরে পুলিশের সাথে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে ছাত্র শিবিরনেতা আমিনুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও সাত শিবিরকর্মী। পুলিশের পাঁচ সদস্যও বন্দুকযুদ্ধে আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি অস্ত্র উদ্ধার করেছে।এদিকে পুলিশের গুলিতে নিহত ছাত্রশিবির নেতা হত্যার প্রতিবাদে ছাত্র শিবির সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলায় হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।রোববার বিকালে শহরের কামাননগর মহল্লায় শিবির কর্মীদের গোপন মিটিংয়ের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মহিউল আলম মুকুলের বাড়ির মধ্য থেকে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে পিস্তলের গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। শিবিরকর্মীরা শতাধিক রাউন্ড গুলি ও ককটেল ছোড়ে। অপরদিকে পুলিশও ৭৩ রাউন্ড গুলি ছোড়ে।ঘন্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ৭ জনকে গ্রেফতার করে। এ সময় সাতক্ষীরা ছাত্র শিবিরের শহর শাখা সম্পাদক আমিনুর রহমানের লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ আহতদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্যও রয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি অস্ত্র উদ্ধার করেছে।