রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাগরভাসা অধিকাংশই বাংলাদেশি : দাবি ইন্দোনেশিয়ার

image_225221.3
আন্দামান সাগরে ভাসমানদের অধিকাংশ মিয়ানমারের রোহিঙ্গা বলে বাংলাদেশ মনে করলেও তার উল্টো কথা বলছে ইন্দোনেশিয়া। তাদের বক্তব্য, এর অধিকাংশই বাংলাদেশি। সিউলে এক বৈঠকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপকে এ কথা জানিয়েছেন বলে দি অস্ট্রেলিয়ান শনিবার এক প্রতিবেদনে বলেছে। এর দুই দিন আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, আন্দামান সাগরে বিভিন্ন নৌকা ও ট্রলারে থাকা অধিকাংশ ব্যক্তিই রোহিঙ্গা। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা কম। সমুদ্রে ভাসমান প্রায় ৭,০০০ বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসীদের উদ্ধারের প্রক্রিয়া চলমান। এর মধ্যে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন, শরণার্থী সংকটে পড়া এ মানুষদের অধিকাংশই অবৈধ বাংলাদেশি শ্রমিক। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জুলি বিশপ বলেছেন, ইন্দোনেশিয়া ধারণা করছে, সমুদ্রে যে ৭,০০০ অভিবাসী ভাসমান অবস্থায় রয়েছেন, তাদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ রোহিঙ্গা। তিনি বলেন, বাকিদের অধিকাংশই বাংলাদেশি। এ খবর দিয়েছে অনলাইন দ্য অস্ট্রেলিয়ান। গতকাল দক্ষিণ কোরিয়া সফরে দেশটির রাজধানী সিউলে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার ভাষায় তারা আশ্রয়প্রার্থী নন, তারা শরণার্থী নন, তারা অবৈধ শ্রমিক।