বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাকিবের শাস্তি কমাতে মুশফিকের অনুরোধ

image-4_71760
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের শাস্তি কমাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। রোববার ঢাকা সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন,’সাকিব অপরাধ করায় শাস্তি পেয়েছে। এটা নিয়ে আমাদের কোন আপত্তি নেই। তবে এশিয়া কাপের জন্য, দেশের ক্রিকেটের জন্য, দলের ভালোর জন্য- আমরা বিসিবি সভাপতি নাজমুল হামান পাপনের কাছে সাকিবের শাস্তি কমাতে এ আবেদন জানাচ্ছি।’সাকিবের শাস্তি কমালে ভবিষ্যতে তা কোন নেতিবাচক প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘আমরা ব্যক্তি সাকিবের জন্য আবেদন করছি না। এশিয়া কাপে দল যেন ভালো করে সেই কথা চিন্তা করেই এই আবেদন। অন্য কোন উদ্দেশ্য নয়। তবে এটা সম্পূর্নভাবে বিসিবির সিদ্ধান্তের একটি বিষয়।’ প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে তে আউট হওয়ার পর অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করায় সাকিবকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ও তিন লাখ টাকা জরিমানা করে বিসিবি।