সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাংসদ বাদলের কার্যালয়ে ককটেল হামলা

badal__56429

 

সরকার দলীয় সাংসদ মইনউদ্দিন খান বাদলের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।চান্দগাঁও থানার ওসি সৈয়দ আব্দুর রউফ বলেন, ভবনের নিচতলায় এমপি সাহেবের অফিস ছিল। দু’তিনদিন আগে তারা উপরে শিফট করেছেন। সন্ধ্যায় দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ করলে এগুলো ভবনের নিচতলার দেয়ালে পড়ে বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো আবাসিক এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকে একটি ভবনের দোতলায় চট্টগ্রাম-৮ আসনের নির্বাচিত সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি মইনউদ্দিন খান বাদলের রাজনৈতিক কার্যালয়।প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মইনউদ্দিন খান বাদল বলেন, ‘খালেদা জিয়া যদি এখন গ্রেনেড নিয়ে রাস্তায় নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে চুমা দেবে? সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রথমে লাঠিপেটা করা হবে, পরে পায়ে গুলি। তাতেও কাজ ন হলে প্রয়োজনে বুকে গুলি করা হবে।’ এরপর বিএনপি ও ২০ দলের আওতাধীন পাঁচটি দলের মহাসচিবরা একযোগে বাদলের বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হন।