সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সরকার সন্ত্রাসীদের দিয়ে হামলা চালাচ্ছে: খালেদা

khaleda_56431

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার সন্ত্রাসীদের দিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলা করছে। এতে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।বৃহস্পতিবার রাত ৮টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম রফিকুল ইসলাম খালেদার বলা ওই বক্তব্য সাংবাদিকদের জানান।গুলশান কার্যানলয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যায়। রাত আটটার দিকে তারা বের হয়ে আসেন। এরপর খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা রফিকুল ইসলাম।রফিকুল ইসলাম আরও জানান, খালেদা জিয়া আন্দোলন তীব্রতর হওয়ার কথা বলেছেন। তিনি বলেন, এই আন্দোলনের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, দেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের রাজনীতি নিশ্চিত করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলেও খালেদা জিয়া জানিয়েছেন বলে তিনি জানান।৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় আছেন বিএনপির চেয়ারপারসন। বৃহস্পতিবারও ওই কার্যালয়ের দুই পাশে পুলিশ অবস্থান নিয়ে আছে। কার্যালয়ের দুই পাশের রাস্তায় পিকআপ ভ্যান ও জলকামান মোতায়েন রয়েছে।