বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সরকারি সম্পত্তি বিক্রি না করার সুপারিশ

image_102373.songsod

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সরকারি সম্পত্তি বিক্রি না করে সেগুলোকে উৎপাদনমুখী কাজে ব্যবহারের মাধ্যমে বেকারত্ব হ্রাসের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
আজ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, ফাহমী গোলন্দাজ বাবেল, ডা. মো. এনামুর রহমান ও বেগম সাবিনা আক্তার তুহিন অংশগ্রহণ করেন।
বৈঠকে বিটিএমসির কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে বিটিএমসির কার্যক্রমের অংশীদার বেসরকারি টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মত বিনিময় করা হয় ।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি ব্যাপক ভিত্তিক জরিপ কার্যক্রম পরিচালনার সুপারিশ করে স্থায়ী কমিটি।
বৈঠকে বিটিএমসিকে সচল রাখার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রণালয়ের প্রতি পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসি ও বিটিএমসির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।