রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সরকারকে টেনে-হেঁচড়ে নামানো হবে: ইমরান

26235_im

সরকারকে টেনে-হেঁচড়ে নামানোর হুমকি দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। বলেছেন, আমরা বারবার আপনাদের ওপর আস্থা রেখেছি বলে এখনও রাজপথে আছি। নয়তো কিভাবে টেনে-হিঁচড়ে সরকারকে নামাতে হয়, তা বাংলাদেশের জনগণ জানে। আমাদের আস্থা নষ্ট করবেন না। আজ দুপুরে আইন মন্ত্রণালয়মুখী পূর্বনির্ধারিত মিছিলে পুলিশের বাধা পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। ইমরান বলেন, আপনাদের অবস্থান থেকে সরে আসুন। অন্যথায় বাংলাদেশের মানুষকে আবার রাস্তায় নামতে হলে তার পরিণাম সব রাজনৈতিক দলকে দিতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার যুদ্ধাপরাধীদের নামে রাজনীতি করতে চায়, তাদের বিচারের ব্যাপারে সরকার আন্তরিক নয়। এছাড়া সম্প্রতি জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আইনমন্ত্রীর করা বক্তব্য থেকে সরে আসারও দাবি জানান তিনি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একটি মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা সচিবালয়ের দিকে যাত্রা করেন। মিছিলটি টিএসসি হয়ে দোয়েল চত্বরের সামনে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শুভ, গণজাগরণ মঞ্চের কর্মী আমিনুল ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আহত হন। শুভ ও আমিনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মঞ্চের কর্মীরা সেখানেই অবস্থান নেন এবং একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।