সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করলো মীরসরাই মুক্তিযোদ্ধা সংসদ

 

নিজস্ব প্রতিবেদকঃ  মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন কে সংবর্ধনা দিয়েছেন মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। আজ বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনায় শতশত মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যন ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাসিম, চেয়ারম্যন ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ূন, সাবেক চেয়ারম্যান ও যুদ্ধকালীন উপজেলা ডিপুটি কমান্ডার জাফর আহমদ চৌধুরী, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, কাটাছরা ইউনিয়নের কমান্ডার মাষ্টার রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা হাজী আবুল বশর, সহকারী কমান্ডার ফজলুল করিম, সহকারী কমান্ডার এম.এম কামাল পাশা সহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য প্রদান কালে বলেন, একজন সরকারী কর্মকর্তা যখন নিঃস্বার্থভাবে কোন রকম সুযোগ না নিয়ে মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারকে সহায়তা করেন, তখন ওই সরকারী কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া অনিবার্য হয়ে যায়। তারা বলেন, মীরসরাইয়ে ১হাজার ৮ শত ভাতাভোগী মুক্তিযোদ্ধা আছেন। তাদের প্রত্যেকের কাছ থেকে যদি প্রতিমাসে ভাতা প্রদানের সময় ১শত টাকারও সুবিধা গ্রহণ করতেন তাহলে সমাজসেবা কর্মকর্তা মাসে ১লাখ ৮০হাজার টাকা ইনকাম করতে পারতেন। কিন্তু কোন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সন্তানরা কেউ বলতে পারবেন না, জসিম উদ্দিন কোন দিন এই সুযোগ নিয়েছেন।

সংবর্ধনার জবাবে সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন সকল মুক্তিযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের দোয়া কমনা করেন। উল্লেখ্য জসিম উদ্দিন নোয়াখালি জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক হিসাবে পদোন্নতি পেয়ে সম্প্রতি বদলি হয়েছেন।