সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শ্যালা নদীতে নৌযান চলাচলের অনুমতি

image-9_200622
সুন্দরবনের শ্যালা নদীতে আবারও নৌযান চলাচলের অনুমতি দিয়েছে নৌমন্ত্রণালয়। বুধবার সকাল থেকে এ নদী দয়ে নিয়ন্ত্রিত উপায়ে নৌযান চলাচল করতে পারবে। তবে তেলবাহী জাহাজ চলাচল আপাতত: বন্ধ থাকবে।মঙ্গলবার নৌ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে নৌ মন্ত্রণালয় থেকে বলা হয়, মংলা-ঘষিয়াখালি চ্যানেলের খনন কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শ্যালা নদী দিয়ে নিয়ন্ত্রিত উপায়ে সাময়িকভাবে নৌযান চলাচল করতে পারবে।  কোনভাবেই রাতে কোন নৌযান চলাচল করতে পারবেনা। নৌযানগুলো দিনের বেলায় সুন্দরবন এলাকা (বিশেষতঃ শ্যালা নদী) অতিক্রম করতে হবে। কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিনের বেলায়ও শ্যালা নদীতে নৌযান চলাচল করতে পারবে না। তেলবাহী জাহাজ চলাচল আপাততঃ বন্ধ থাকবে।প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর ওই শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ওটি সাউদার্ণ ষ্টার-৭ ডুবে সাড়ে তিনশ’ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়ায় ২৭ দিন ধরে ওই রুটে নৌযান চলাচল বন্ধ ছিল।