শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শেষ হলো খাগড়াছড়ি অর্ধ দিবস হরতাল

খাগড়াছড়ি প্রতিবেদক:

খাগড়াছড়ি পৌর শহরে জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ডাকে অর্ধদিবস হরতাল ইতি মধ্যে সম্পন্ন হয়েছে। । হরতালে পৌর শহরে কোনো ধরনের হালকা ও ভারি যানবাহন চলাচল বন্ধ ছিল। ।

পাহাড়ি সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বেপরোয়া চাঁদাবাজি বন্ধ ও চিহ্নিত চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তার দাবিতে আজ সোমবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় খাগড়াছড়ি পৌরসভার মেয়রের কক্ষে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মালিকদের নিয়ে আয়োজিত এক জরুরি সভায় হরতালের ঘোষণা দেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির আহ্বায়ক রফিকুল আলম।

পৌর শহরে হরতাল চলাকালে রিকশা, টমটম বন্ধ থাকায় বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। জেলা শহর থেকে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। পৌর শহরে কোনো দোকানপাট খোলেনি।

হরতাল চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ার ও বাস টার্মিনাল এলাকায় সতর্ক  পুলিশ।