বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শেখ মুজিব নয় জিয়া স্বাধীনতার ঘোষক: কাজী জাফর

images_81059
শেখ মুজিব নয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।মঙ্গলবার  বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা করেন।সরকার চতুর্থ দফা উপজেলা নির্বাচনের ফলাফল পুলিশ, দলীয় ক্যাডার ও নির্বাচন কমিশনের মাধ্যমে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।১৯ দলের শীর্ষ নেতা কাজী জাফর বলেন, সরকার শুধু উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি করেনি তারা এখন জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট চার্জ গঠন করেছে।এসময় তিনি ১৯ দলীয় নেতাকর্মীদের বেগম জিয়ার নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান উমর, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, কল্যাণ পার্টির চেয়ারম্যান কর্ণেল (অব.) মুহাম্মদ ইব্ররাহীম হোসেন বীরপ্রতিক, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।