রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শুরু হলো মীরসরাইয়ের আমবাড়িয়ায় রাস্তা মেরামত

131

রেজা তানভীর-  মীরসরাইয়ের দক্ষিন আমবাড়িয়ারগ্রামের উত্তর -দক্ষিনমুখী একটি রাস্তা দীর্ঘদিন ধরে মেরামতহীন হয়ে থাকার 

গতকাল ২ মে (সোমবার) সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। সংস্কারকাজে এলাকার যুবক -বৃদ্ধ সহ সমাজের সকল স্তরের স্বতস্ফূর্ত অংশগ্রহন ছিল। এই রাস্তা দিয়ে গত কয়েক বছর দিয়ে কেনো মাইক্রো কিংবা সিএনজি যেতে পারেনি। রিক্সা চলাচল করতেও খুব কষ্ট হতো।বর্ষাকালে সাধারন মানুষের চলাচলের অনুপযোগী হয়ে ওঠত।গ্রামের সামাজিক সংগঠন ‘সমাজকল্যান সংঘের’ উদ্যেগে আয়োজিত এই মেরামত কাজজে পরিদর্শনে আসেন উপজেলা সমাসেবা কর্মকর্তা জসীম উদ্দীন।সমাজকর্মী রাব্বী বলেন,’ রাস্তাটি মেরামতের ফলে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে।সবাই মিলে কাজ করার ফলে খুব দ্রতই আমরা কাজটি সম্পন্ন করেছি। দক্ষিন আমবাড়িয়া সমাজকল্যান সংঘের সভাপতি আজিজুল হক ভুইয়া বলেন, ‘সমাজবল্যান সংঘের অনেকগুলো কাজের ভিতর এই রাস্তা মেরামত একটি।গ্রামের সকল উন্নয়ন কর্মকান্ডের সাথে এই সংগঠনটি থাকবে।

উল্লেখ্য,দীর্ঘদিন রাস্তাটি সংস্কারহীন থাকার পর মেরামত কার্যক্রম চালু হওয়াায় এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।