সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শাহজালাল বিমানবন্দরে ১০ কেজি সোনা উদ্ধার, তিন যাত্রী আটক

image_83891.gold-1

হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক দুই ঘটনায় প্রায় ১০ কেজি সোনাসহ তিন যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাত পৌনে ৮টা ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সোনা উদ্ধারের ঘটনা ঘটে। বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।নূর-ই-আলম বলেন, আট কেজি ৯০০ গ্রাম সোনার বার উদ্ধারের ঘটনায় আটক মো. শরিফ ও আবদুর রহিম দুবাই থেকে রাত পৌনে ৮টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইটে করে ঢাকায় অবতরণ করেন। তাঁরা বিমানবন্দরের ৪ নম্বর গেট দিয়ে লাগেজ নিয়ে বের হচ্ছিলেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহ হলে শুল্ক ও গোয়েন্দা বিভাগ তাদের আটক করে। পরে তাদের লাগেজ তল্লাশি করে আট কেজি ৯০০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করা হয়।শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আটক দুজনের মধ্যে সোনা পাচারের বিষয়ে একজনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, এ ঘটনায় সোনার পরিমাণ আরো বাড়তে পারে। ওই ফ্লাইটের আর কেউ এ ঘটনায় জড়িত কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।মোস্তাফিজুর রহমান আরো বলেন, এ ছাড়া ৯০০ গ্রাম সোনাসহ মো. ইব্রাহিম (২৫) নামের আরেক যাত্রীকে সিঙ্গাপুর এয়ারলাইনস থেকে আটক করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে আটক করা হয়।