সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শাহজালালে ৪ কেজি স্বর্ণের বারসহ আটক ১

y0dpm7o1

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার দুপুরে দুবাই থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা পানির পাম্পের ভেতর থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক যাত্রী খোরশেদ আলমের বাড়ি চট্টগ্রামে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, দুবাই থেকে ছেড়ে আসা এফজেড-৯০৫ ফ্লাইটটি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তিনি জানান, ওই ফ্লাইটের যাত্রী খোরশেদ আলমের কাছে থাকা একটি পানির পাম্পের ভেতর থেকে ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন চার কেজি ২৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকার বেশি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের দাবি, আটক যাত্রী খোরশেদ আলম স্বর্ণ চোরাচালানী চক্রের সক্রিয় সদস্য।