বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

“শান্তিনীড়” এর মেধাবৃত্তির সনদপত্র ও একদশক পূর্তি উৎসব অনুষ্ঠিত”

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের সেচ্ছাসেবী সংগঠন “শান্তিনীড়” শিক্ষোন্নয়ন মেধাবৃত্তির পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭১জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদ, ক্রেষ্ট ও অনুদান প্রদান এবং শান্তিনীড়ের ১দশক পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভা মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার (৩১আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে।
শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে শিক্ষক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাইয়ের সাংসদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, সাংবাদিক নীরদ বরণ মন্ডল, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, কমপোর্ট হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান নিজাম উদ্দিন।
কেক কেটে ১দশক পূর্তি উৎসব উদযাপন করে শান্তিনীড়। এছাড়াও কমফোর্ট হাসপাতাল লিঃ এর সহযোগিতায় বিনামূল্যে ১৩০ জন শিক্ষার্থীর ব্লাড গ্র“পিং এবং মেডিক্যাল চেকআপ করা হয়।