রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রুবেলের জামিন বাতিলে হাইকোর্টে হ্যাপি

1418561083_57027

 

চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলার আসামি ক্রিকেটার রুবেল হোসেনের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। রবিবার হ্যাপির আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশি­ষ্ট শাখায় এই আবেদন জমা দেন। আবেদনে আসামি রুবেলের জামিন স্থগিত করে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া জামিনের আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে।  এ বিষয়ে হ্যাপির আইনজীবী ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের জানান, বিচারক মামলার অভিযোগের বিষয়ে গুরুত্ব না দিয়ে সে আসামিকে খেলোয়ার হিসেবে গুরুত্ব দিয়ে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন। এছাড়া একই দিনের ঢাকা মহানগর দায়রা জজ আদারতে জামিনের জন্য বিভিন্ন আইনজীবীরা ৩০ টি আবেদন করেছিল। এর মধ্যে ২৯ টি মামলার জামিন আবেদন নিয়মানুযায়ী শুনানীন জন্য ফেব্রুয়ারি মাসে দিন ধার্য করা হয়েছে। এছাড়া এই মামলার বাদী রাষ্ট্র কিন্তু রাষ্ট্রপক্ষ জামিনের কোন বিরোধীতা করেন নাই। সেই কথা আবার বিচারক জামিন আদেশে উল্লেখ করেছেন। এসব বিষয় হাইকোর্টের কাছে শুনানীর জন্য প্রস্তুতি চলছে