সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রুখবে তারে কে ? : সিত্তুল মুনা সিদ্দিকা

অসীম বিত্ত বৈভবের সভ্যতা আজ নিস্তব্ধ জনপদ,
নেই কোলাহল আর শেষ ঘুমে স্তব্ধ !
দম্ভের কর্কশ স্বর রুদ্ধ !
প্রকৃতির প্রতিশোধে এখন অভিশপ্ত সময় !
উৎকন্ঠায় আড়ষ্ট চোখের তারায় বাসা বেঁধেছে ভয়,
দেশে দেশ অচ্ছুঁত শবের দীর্ঘ সারি ,
মানবতার আশাতীত বিপর্যয় দেখে
বেদনায় বিহবল এই ধরিত্রী !
অদেখা প্রাণের ভয়ে কম্পমান অন্তরাত্মা,
ভিসুভিয়াসের লাভায় এখন বিত্তের ভষ্ম,
হিমালয়ের শুভ্র তুষারে ঢেকেছে দম্ভ,
ধরাময় সবাই আজ একাকী,
এক ঘরে হয়ে বিষন্নতায়
দিনাতিপাত করছে অলীক বেদনায় !
বিশাল সম্পদের পাহাড় গতিজড়তায়
আছড়ে পড়েছে বিরান ভূমিতে।


এবার রুখবে তারে কে?
তাইতো প্রকৃতি মেতেছে আপন খেলায় ।