রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে লংমার্চ ৫-৭ সেপ্টেম্বর

sundarban-news-rizvy_136307

সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ৫ থেকে ৭ সেপ্টেম্বর সুন্দরবন অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার রাজধানীর উদীচী কার্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে এক সভায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এ ঘোষণা দেন।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে এ সাংস্কৃতিক অভিযাত্রায় লেখক শিল্পী সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণ থাকবে বলে সভায় জানানো হয়েছে।আনু মুহাম্মদ বলেন, ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশের মধ্যে দিয়ে এ যাত্রা শুরু হবে। তিনি বলেন, সভায় সুন্দরবন রক্ষায় এ অভিযাত্রায় সারাদেশের জাতীয় ও আঞ্চলিক প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সময় সকল অঞ্চলে সুন্দরবনধ্বংসী তৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদী গান-নাটক আয়োজনের মধ্যদিয়ে সুন্দরবন রক্ষায় এক সাংস্কৃতিক জাগরণ তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।