রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রামপালে বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ৫ প্রকল্প অনুমোদন

eknec_102156

 

রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার দ্বিতীয় ব্লকের ভূমি উন্নয়ন সংরক্ষণ বাউন্ডারি নির্মাণ প্রকল্পসহ মোট পাঁচটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।সভায় পাঁচটি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৫৫৩ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে (জিওবি) ৩ হাজার ৯৪৭ কোটি ৬৪ লাখ টাকা নির্বাহ করা হবে। এ ছাড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৭ কোটি ৮৫ লাখ টাকা, প্রকল্প সাহায্য থেকে ২ হাজার ৫৮৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয় করা হবে।রামপালে আরও একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভূমি উন্নয়নের লক্ষ্যে অনুমোদিত প্রকল্পটির চূড়ান্ত ব্যয় ধরা হয় ৪৬২ কোটি ৫৭ লাখ টাকা।পরে পরিকল্পণামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন।