সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাবিতে শিক্ষার্থীদের ওপর গুলির কারণ জানতে উকিল নোটিশ

ru_68182
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর কেন গুলি চালানো হয়েছে- তা জানতে চেয়ে সরকারকে উকিল নোটিশ দেয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এ নোটিশটি পাঠান। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী পুলিশ কমিশনার ও  রাজশাহীর মতিহার থানার ওসিকে এ আইনী নোটিশ পাঠানো হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স চালু ও ফি বাড়ানোর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনে গত ২ ফেব্রুয়ারি লাঠিপেটা, টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। এতে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। ওই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা অস্ত্র হাতে আন্দোলনরতদের ওপর হামলা চালায়। এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়।