শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাজনৈতিক অস্থিরতায় কমেছে পাসের হার-জিপিএ

nahid_305365

রাজনৈতিক অস্থিরতার কারণে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সকালে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের কপি হস্তান্তরের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৯.৯০ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮.৩৩ শতাংশ। কমেছে ৯.৯০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭০ হাজার ৬০২ জন। কমেছে ২৭৭০৮ জন।রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।এরপর তিনি সাংবাদিকদের বলেন, এবার ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৯.৯০ শতাংশ শিক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪জন। মোট ৮ হাজার ২৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে এক হাজার ১৩৩টি কলেজ ও মাদ্রাসা।মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০.১৯ শতাংশ। কারিগরি বোর্ডে পাসের হার ৮৫.৫৮ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০.৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৩৯৫জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৩.৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ১২৯জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯.৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৫২জন।এবার পাসের হার কমে যাওয়া বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, হরতাল-অবরোধের কারণে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার্থীরা বাড়তি ক্লাস তো দূরে থাক অনেক সময় নিয়মিত ক্লাসও করতে পারেনি। তাই ফলাফলে এর প্রভাব পড়েছে।