শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যোগ্যতা প্রমাণের একটি সুযোগ চান ‘তুহিন’

বিশেষ প্রতিনিধি, দুবাই :
তুহিন
তুহিন
‘ক্রিকেটকে পেশা হিসেবে সিরিয়াসলি নিতে চাই। তাই মাঠে নামার আগেই দৃঢ় আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামি, যেন ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারি। এজন্যে বোলার-কে দেখি না, দেখি বোলারের বলগুলো এবং ভাল ভাবে রিড করে খেলি। ভাল বল যেমন রেস্পেক্ট করি তেমনি খেলার মতো বলগুলো ভাল ভাবেই খেলি। বোলারের লাইন-লেন্থ থেকে শট সিলেকশন করে সব সময় গুছিয়ে আর কন্টোল শট খেলার চেষ্টা করি। ব্যাটিং আরো ভাল করা ও শট সিলেকশনের জন্য শচীনের ব্যাটিং স্টাইল ফলো করি।’ পাঠক এতোক্ষণে ভাবছেন, একজন ব্যাটসম্যানের বক্তব্যই লিখছি। ঠিক ধরেছেন। আরব আমিরাতে কর্মব্যস্ত মানুষগুলো যেখানে সুযোগ পান না সামান্য বিনোদন কিংবা খেলাধুলা করার মতো কোন সময়, সেখানেই কিনা ঢাকার গাজীপুরের কালিগঞ্জ থানার সাইদুর রহমান তুহিনের আমিরাতে সময় কাটে বেশির ভাগ সময় নেটে অনুশীলন করে আর বিভিন্ন বিভাগীয় ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ খেলে।
বাংলা ইয়ুথ ক্লাবের অন্যানের সাথে তুহিন
বাংলা ইয়ুথ ক্লাবের অন্যানের সাথে তুহিন
দুবাইয়ের বাংলা ইয়ুথ ক্লাবের দুর্দান্ত টপঅর্ডার ব্যাটসম্যান খ্যাত এ তরুণ ক্রিকেটার টি-২০ ও একদিনের ম্যাচে শুধু বাংলা ইয়ুথই নয়, আমিরাতের অন্যান্য ক্রিকেট ক্লাবগুলো থেকে খেলেও ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। বাংলা ইয়ুথ ক্লাব তাকে আমিরাতের বাংলাদেশি ‘ক্রিকেট হিরো’ বলেও স্বীকৃতি দিয়ে ফেলেছে। ক্লাবের নীতি-নির্ধারকরা বলছেন, ‘আমিরাতের বেশ কিছু ক্রিকেট ক্লাব আছে। এসব ক্লাবে অনেক ছেলেরাই ভাল ক্রিকেট খেলে। কিন্তু তুহিন আলাদা। এ ছেলে মাঠে থাকলে আর ভাবতে হয় না, দল জিতিয়ে মাঠ ছাড়ার সব কৌশলই শিখে নিয়েছে তুহিন। অত্যান্ত কৌশলী ও দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছে সে।’ ক্লাবের নির্বাচকরা বলছেন, ‘পুরো আমিরাতেই বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভাল খেলোয়াড় তুহিন। জেলা ক্রিকেট বা বাংলাদেশের বিভাগীয় ক্রিকেটে খেলার সুযোগ পেলে সে হয়তো একদিন জাতীয় দলের হয়েও নিজের যোগ্যতা প্রমাণে সক্ষম হবে।’
অনুশীলনের ফাঁকে তুহিন
অনুশীলনের ফাঁকে তুহিন
তুহিন সিঙ্গাপুরে বাংলাদেশের হয়ে বেশ কয়েকবছর ক্রিকেট খেললেও হার্ড বলে খেলাটা শুরু তার দুবাইয়ে। গ্রাউন্ড শট ও গ্রেপ শট খেলাটা তার বেশ প্রিয়। সপ্তাহে দুই দিন শারজাহ আল মদিনা ক্রিকেট স্টেডিয়ামের নেটে অনুশীলন করে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে।  নির্বাচক ও নীতি-নির্ধারকদের সাথে একমত পোষণ করে সাইদুর রহমান তুহিনও নিজের যোগ্যতা প্রমাণে চান একটি সুযোগ। ক্রিকেট প্রসঙ্গে তুহিন বললেন, ‘ছোট বেলা থেকেই ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখছি। বাংলাদেশের জন্য ক্রিকেট খেলবো। সে ভাবেই নিজেকে তৈরী করার চেষ্টা করছি, এখন শুধু একটি সুযোগের অপেক্ষা। সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করতে পারবো। বাংলাদেশের হয়ে পারর্ফমেন্স করতে পারলে স্বপ্ন পূরণের সাথে ভাল ফলাফলের জন্যেও নিজের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।’