রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মোদির একদিন আগেই ঢাকা আসছেন মমতা

মমতা-বন্দ্যোপাধ্যায়_272063
আগামী ৬ জুন বাংলাদেশ সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরসঙ্গী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীরও ঢাকায় আসার কথা। তবে প্রধানমন্ত্রী মোদির সফরের একদিন আগেই ৫ জুন ঢাকায় আসবেন মমতা।মমতার ঢাকায় আসার বিষয়টি গত বৃহস্পতিবার নিশ্চিত করেছিলেন মুখ্যমন্ত্রীর কার্যালয়।এদিকে ঢাকা সফর নিয়ে কথা বলেছেন মমতা ব্যানার্জী। শনিবার কলকাতায় মমতা সাংবাদিকদের জানান, মোদির ঢাকা সফরের আগের দিন ৫ জুন বাংলাদেশে আসবেন তিনি। পরে সীমান্ত চুক্তি সই শেষে ৬ জুনই কলকাতায় ফিরে যাবেন। খবর- পিটিআই।চার বছর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী হিসেবে ঢাকা আসার কথা ছিল মমতার। তবে শেষ মুহূর্তে নিজেকে তালিকা থেকে সরিয়ে নেন তিনি। তার আপত্তির কারণে তখন আটকে যায় তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের চুক্তি সই।এবার দুই দেশের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি ও প্রটোকল কার্যকরে সব বাধা দূর হওয়ার পরই ঢাকা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী