সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মেহেরুননেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

m vc

নিজস্ব প্রতিনিধি ঃ মহান স্বধীনতা দিবস উপলক্ষে গোলকেরহাট মেহেরুননেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী সভা বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল কাদের হোসাইনী ও মহিউদ্দিন ওসমানীর যৌথ সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ধুম ইউনিয়নের চেয়ারম্যান তারেক ইসমত জামসেদী, ধুম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মহসিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাষ্টার আবুল কাশেম, প্রতিষ্টাতা পরিবারের সদস্য এস এম জাবেদ হোসেন। অনুষ্টানে বিদায়ী দুই সহকারী শিক্ষক জসীম উদ্দিন ও নুরুল হুদাকে সম্মনানা পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও অফিস সহকারী ও পিয়নকেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্কুলের পুরাতন জরাকীর্ণ ভবনের স্থলে নতুন একটি ভবনের ব্যবস্থা করবেন। এছাড়াও স্কুলের সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তরে চাকুরী কিংবা ব্যবসায় প্রতিষ্টিত হয়েছে তাদের সবাই যাতে আর্থিক ভাবে এগিয়ে এসে এই স্কুলকে সহায়তা করে। পরে ক্রীড়া ও সাংস্কৃতিকের ভিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকার করেছে তাদের সবার মাঝে পুরস্কার প্রদান করেন অতিথি বৃন্ধ।