বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী-সহ আহত ১১

নিজস্ব প্রতিনিধি ঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ঠাকুরদিঘি বাজারে মিনি কাভার্ডভ্যান আর লেগুনার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ ১১ আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর পৌনে ২টার সময় এদূর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার মহাসড়কের সংস্কার কাজ করার জন্য একলাইন বন্ধ থাকায় একলাইনে দ্বীমুখি গাড়ী চলাচলের কারণে ঢাকা মুখি যাত্রীবাহী একটি লেগুনার সাথে চট্টগ্রাম মুখি একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় লেগুনায় থাকা কলেজ শিক্ষার্থী দূর্গাপুর গ্রামের জেবাউল হকের মেয়ে সুইটি (১৭), একই এলাকার শিবু ভৌমিকের মেয়ে বৃষ্টি ভৌমিক (১৭), শাহ আলমের ছেলে আরমান (২০), জসিম উদ্দিনের ছেলে নুর হোসেন (১৫), আজিম উদ্দিনের ছেলে রাশেদ (১৮), মাদবারহাট এলাকার নন্দী গ্রামের আশুতোষের মেয়ে আইরিন (১৭)। অন্যরা হলেন, ময়মনসিংহ জেলার ধুপাউড়া থানার পুরাকান্দি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫), দূর্গাপুরের শফিকুর রহমানের ছেলে সায়েদ (৪২), ফেনীর সোনাগাজী থানার মকবুল আহমদ (৭০) ও তার স্ত্রী আংকুরের নেছা (৫৫), চৈতন্যেরহাট এলাকার রায়পুর গ্রামের জসীম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৩৭) এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জানিয়েছেন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘনাস্থল থেকে দূর্ঘটনাবকলিত গাড়ী দুটো উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিয়ে তালিকা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।