শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সংখ্যালঘু পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদ নিয়ে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাইয়ে দুই সংখ্যালঘু পরিবারকে বসতবাড়ী থেকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। শুক্রবার (২রা মার্চ) সকাল ১১ টার সময় মীরসরাই প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তাদের কথা তুলে ধরেন। এসময় ক্ষতিগ্রস্থ ও হামলার শিকার বৃদ্ধা ছায়ারাণী পাল সহ প্রণব কুমার বিশ^াস, বিপ্লব কর্মকার এবং তাদের পরিবারের রুমা বিশ^াস, সুমা রায় অশ্রুসিক্ত নয়নে তাদের উপর হামলা ও বিভিন্ন ঘটনার বিবরণ প্রদান করেন। নির্যাতিতরা বলেন স্থানীয় গোপীনাথপুর গ্রামে বসতভিটা এবং পুকুরসহ দুই দাগে ১৩.৬৬ শতক, (বিএস ২৬৪২,২৬৪৩ দাগে) গত ২০১৬ সালে নগদ ২৩ লক্ষ টাকা মূল্যে ক্রয় করে যথাযথ নিয়ম মেনে রেজিস্টি ও নামজারি করা হয়। এরপর থেকে উভয় পরিবার সেখানে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি তাদের সম্পত্তির উপর নজর পড়ে পাশ^বর্তী গোপীনাথপুরের মৃত মো. এরাদুল হকের ছেলে প্রভাবশালী মো. ইকবাল, মো. আরজু, মো. রাজু ও মো. সাজুগং দের। ও উক্ত হিন্দু পরিবারকে সংখ্যালঘু পেয়ে উক্ত বাড়ি থেকে উচ্ছেদ করে নিজেদের সম্পদ বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে প্রাণ নাশের হুমকি এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা শুরু করে। এই বিষয়ে আমরা স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিদের নালিশ করেও কোনো প্রকার সমাধান পাইনি। এবিষয়ে প্রতিকার চেয়ে উল্লেখিত ব্যক্তিদের বিবাদী করে মীরসরাই জজ আদালতে (১৪৭/১৬ নং) মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে কোর্ট উভয় পক্ষকে স্থীতি বজায় রাখার নির্দেশ প্রদান করে। কিন্তু এরপরও হামলাকারীরা আদালতের রায় অমান্য করে গত ২৬ ফেব্রুয়ারি দলবল নিয়ে বিপ্লব কর্মকার ও ছায়া রাণী পালের উপর হামলা করে বৃদ্ধা ছায়া রাণীকে ঘরে তালাবন্ধ করে রাখে। এমনকি উক্ত ঘটনা কাউকে জানালে মেরে লাশ গুম করে ফেলবে বলেও শাসিয়ে যায়। এবিষয়ে থানায় অভিযোগ করলে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ছায়ারাণী পালকে উদ্ধার করে। তারা স্থানীয় এবং আদালতের নিষেধাজ্ঞা ও পুলিশের নির্দেশকে অমান্য করে বাড়ি দখলের পাঁয়তারা অব্যাহত রেখেছে। উল্লেখিত ব্যক্তিগন বলেন বর্তমানে আমরা জান ও মালের নিরাপত্তাহীনতায় ভুগছি। এবিষয়ে আমরা সাংবাদিকদের লেখনির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নিকট এই সব সন্ত্রাসীদের হাত থেকে নীরিহ দুটি পরিবারকে রক্ষা করার জন্য আবেদন জানাচ্ছি। এবিষয়ে বিবাদী গনদের প্রধান হামলাকারী ইকবাল হোসেন সাথে মুঠোফোনে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগটি সত্য নয়। এবিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ বলেন, প্রণব গংদের লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং পুরো বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।