সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে যুবলীগ কর্মী খুনের ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে মামলা

indexমীরসরাইয়ে খুনের ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে মহিউদ্দিনের ছোট ভাই মো. ফিরোজ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যুবলীগ কর্মী মো. মহিউদ্দিন খুন হওয়ার ঘটনায় মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে আরো ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মামলা নং -০৩।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া জানান, নিহত মহিউদ্দিনের ছোট ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ সহ আরও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে রাজি হননি ওসি ইমতিয়াজ ভূঁইয়া।
শনিবার রাতে নিজ ঘরে দৃর্বৃত্তদের হামলার স্বীকার হন হাইদকান্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামের এতিম আলীর পুত্র যুবলীগকর্মী মো. মহিউদ্দিন। হামলার পর দুর্বৃত্তরা মহিউদ্দিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে আগুনে পুড়ে মারা যান মহিউদ্দিন। এ ঘটনায় নিহতের পরিবার ও উপজেলা আওয়ামী লীগ বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।