রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে মহাসড়ক অবরোধ করে হত্যা মামলায় অভিযুক্ত বিদ্যালয় সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন

DSC_0990

নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে হত্যা মামলায় অভিযুক্ত এক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্যের মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ। এসময় অন্তত ৩০ মিনিট অবরোধ করে রাখার পর জোরারগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শনিবার (২১ জানুয়ারি) সকালে করেরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে পশ্চিম অলিনগর এলবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অভিবাবক এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ এলাকাাসী অংশগ্রহণ করে। উক্ত ইউপি সদস্যের নাম সফি উদ্দিন। সে উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিম অলিনগর গ্রামের ৭নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সহ-সভাপতি কালাচাঁন চৌধুরী, যুবলীগের সভাপতি হেদায়েত উল্ল্যা, করেরহাট কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম মামুন, করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আব্দুর রহিম, সাবেক যুবলীগ নেতা মো. মর্তুজা, সরওয়ার, শাহীন, উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুল্লা আল মামুন প্রমুখ ।
করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম জানান, গত ১৭ জানুয়ারি করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ৭নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সফি উদ্দিনকে হত্যা মামলার মিথ্যে অভিযোগ গ্রেফতার করে ছাগলনাইয়া থানা পুলিশ। তিনি ওই মিথ্যা মামলা তুলে নেয়া দাবি জানান। তা না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে করেরহাট বাজারের সকল সড়ক অবরোধ করে মানববন্ধন করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূর পাল¬ার যাত্রীরা। পরে এসআই জহিরুল ইসলাম এর নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশে একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসআই জহিরুল ইসলাম জানান ঘটনা যাই হোক সুষ্ট আইনগত প্রক্রিয়ায় সমাধান সম্ভব। তিনি সড়কে কোন প্রকার অবরোধ করে গনভোগান্তির বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
উলে¬খ্য যে, গত বছরের ১৯ অক্টোবর পাশ্ববর্তি ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের ওমান প্রবাসী সফি আহম্মদের স্ত্রী এক সন্তানের জননী আকলিমা আক্তার পারভীন মীরসরাই উপজেলার অলিনগরে অসুস্থ মাকে দেখে স্বামীর বাড়ি  ফেরার পথে নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পর উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুরে ফেনী নদী থেকে আকলিমার ভাসমান লাশ উদ্ধার করেছিল পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কয়েকদিন আগে আটক সফি মেম্বারের শালিকা হালিমা বেগমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি রাতে নিজ এলাকা থেকে সফি মেম্বারকে আকলিমা হত্যা মামলায় আটক করে ছাগলনাইয়া থানা পুলিশ।