মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ভিটামিন এ+ ক্যাপসুল ২০১৬ এর ২য় রাউন্ট খাওয়ানোর কর্মসুচি পালন

2016

রনজিত ধর : সারাদেশের মত চট্টগ্রামের মীরসরাইয়ে ও জাতীয় ভিটামিন এ+ ক্যাপসুল ২০১৬ এর ২য় রাউন্ট খাওয়ানোর কর্মসুচি পালন করা হয়েছে। মীরসরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্দ্যের্গে উপজেলার স্বাস্থ্যকর্মী ও সেচ্ছাসেবকদের সমন্ময়ে উক্ত কর্মসূচি পালন করা হয়। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিটি কেন্দ্র সুচারুপে এই কর্মসুচি পালন করা হয়। শিশু রোগ প্রতিরোগ ক্ষমতা বৃদ্ধি ও স্বাভাবিক ভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে ৬ মাস-১১ মাস বয়সের শিশুদের নীল ক্যাপসুল এবং ১বছর থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হয়।
সরজমিনে উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায় শিশুরা তাদের মা-বাবা,ভাই-বোনদের কোলে করে নিয়ে এসে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়াচ্ছেন।
বিভিন্ন কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও সেচ্ছাসেবকদের সাথে আালাপ করে জানা যায় ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানোর  ব্যাপরের আগের থেকে সচেতনতা বৃদ্ধি পেয়েছেন বলে তারা মনে করেন।
এলাকার গান্যমান্য ব্যাক্তিরা মনে করে যে সরকার এই কর্মসুচি গ্রহন করলে ভবিষ্যৎতে আরো সফল হবে বলে তারা জানান।