রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ চেয়ারম্যান ও ৫১ মেম্বার নির্বাচিত

13244711_271568396521873_4616465535648146701_n

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৪জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রামের মীরসরাইয়ের ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪জন চেয়ারম্যান এবং ৫১জন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৯জুন ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা ও বিএনপি সমর্থিত অসংখ্য প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমদ জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪নং হাইতকান্দি ইউনিয়নে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ১১নং মঘাদিয়া ইউনিয়নে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ১০নং মিঠানালা ইউনিয়নে চেয়ারম্যান মোঃ খায়রুল আলম এবং ১নং করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এছাড়াও ৭টি ইউনিয়নে মোট ৮৪জন মেম্বার পদে ৫১জন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঘাদিয়া ইউনিয়নে ১জন, খৈয়াছরা ইউনিয়নে ৪জন, মায়ানী ইউনিয়নে ৫জন, ওয়াহেদপুর ইউনিয়নে ১২জন, হাইতকান্দি ইউনিয়নে ৪জন করেরহাট ইউনিয়নে ১২জন, মিঠানালা ইউনিয়নে মেম্বার পদে ৯জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে, ১নং করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান ও ১২জন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় উক্ত ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নে ১২জন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।